Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, নিয়ামতপুর, নওগাঁ এ ওয়েব পোর্টালে স্বাগতম ** বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন অথবা পাচারের ঘটনা ঘটলে বা ঘটার সম্ভাবনায় যে কোন নম্বর থেকে ফোন করুন ১০৯ ( ট্রোল ফ্রি) নম্বরে 


ভিশন ও মিশন

১.১ : রূপকল্প : (Vision)

          জেন্ডার সমতা আনয়নে নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন।

         

          ১.২ : অভিলক্ষ : (Mission)

অর্থনৈতিক কর্মকান্ডে নারীর ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জনে সহায়তা করা, আইনি সহায়তা প্রদান এবং অবকাঠামোগত সুযোগ সৃষ্টি করে নারীর ক্ষমতায়নের মাধ্যমে জেন্ডার সমতা প্রতিষ্ঠা করা।

      

         ১.৩ কর্মসম্পাদনের ক্ষেত্র :


১.৩.১ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নিয়ামতপুর, নওগাঁ এর কর্মসম্পাদনের ক্ষেত্রসমূহ:  

             

              ১. নারীর সামাজিক নিরাপত্তা বেষ্টনী নিশ্চিতকরণ।

                   ২. নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন।

                   ৩. নারীর প্রতি সকল ধরণের সহিংসতা প্রতিরোধ ও নারীর অধিকার নিশ্চিতকরণ।

                   ৪. কর্মজীবী নারীদের অবকাঠামোগত সুবিধা নিশ্চিতকরণ ও  প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিকরণ।

                  

       

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, নিয়ামতপুর, নওগাঁ এর সুশাসন ও সংস্কারমূলক কর্মসম্পাদনের ক্ষেত্র 


  •  সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ
  •                     ১. শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়ন ;
                        ২. ই-গভর্ন্যান্সি/উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়ন ;
  •                     ৩. তথ্য অধিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন ;
  •                     ৪. অভিযোগ প্রতিকার কর্মপরিকল্পনা বাস্তবায়ন ;
  •                     ৫. সেবা প্রদান প্রতিশ্রুতি কর্মপরিকল্পনা বাস্তবায়ন ;